বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ১৯ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার আকুর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বিল ১২১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এর পরই রিজার্ভ কমে ১৯.৪৫ বিলিয়ন ডলার হয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫.৭৬ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২০ দশমিক ৬৬ বিলিয়ন। এখান থেকে আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ কমে ১৯.৪৫ বিলিয়ন ডলারে নামলো।

প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা-আকুর মাধ্যমে। ইরানের রাজধানী তেহরানে আকুর সদরদপ্তর।

সম্প্রতি বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতির কারণে বৈদেশিক মুদ্রায় টান পড়ে। সেই সঙ্গে কমতে থাকে প্রবাসী আয়। সরকারের জ্বালানি, খাদ্য আমদানি ও বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয় রিজার্ভ থেকে। এর ফলে আশঙ্কাজনকভাবে কমতে থাকে রিজার্ভ। এরই মধ্যে আকুর বিল পরিশোধের ফলে রিজার্ভ আরও কমল।

সর্বশেষ - খুলনা