বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজীপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কামরুল আহসান সরকার রাসেল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে চলমান আন্দোলন সংকট নিরসণ কল্পে গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

০৭ নভেম্বর রোজ মঙ্গলবার গাজীপুর জেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন তনুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিউল আলমের পরিচালনা মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।

আয়োজিত মতবিনিময় সভায় কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমার পিতা মরহুম শামসুদ্দিন সরকার একজন পরিবহন মালিক ও শ্রমিক ছিলেন। তিনি নিজেই তার মালিকানাধীন বাস চালাতেন। যেহেতু আমি শ্রমিকের সন্তান আমি বুঝি শ্রমিকদের দুর্দশা, বর্তমান কিভাবে কাটছে তাদের দিন। বেতন ভাতার বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন করছে তা একটি যৌক্তিক আন্দোলন। তবে একটি কুচক্রী মহল শ্রমিকদের শান্তিপূর্ণ এই আন্দোলনের মধ্যে তাদের ঘৃণ স্বার্থ হাসিলের লক্ষ্যে অগ্নিসংযোগ-ভাংচুর করছে। কিন্তু বাস্তবে কোন শ্রমিক নিজের রিজিক ধ্বংসের এখন পর্যন্ত হাত দেয়নি। যারা শ্রমিকদের মাঝে শ্রমিক সেজে শান্ত সৃষ্ট এই গাজীপুরকে অশান্ত করার পায়তারা করছে তাদের সকলকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, শ্রমিকরা যে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে তাদের বলবো আপনারা কারখানায় ফিরে যান, আপনার কর্মস্থল রক্ষা করুন। কারখানা বন্ধ হয়ে গেলে আপনারই ক্ষতি হবে। যারা আপনাদের মাঝে ঢুকে কারখানার ক্ষতি করছে তাদের প্রতিহত করুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের মনের কথা বোঝেন জানেন। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে শ্রমিকদের মনের মত বেতন ভাতা প্রতিষ্ঠিত হবে বলে জানান।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত