সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পুরস্কার পেয়েও খুশি নন জনপ্রিয় অভিনেত্রী রেজমিন সেতু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২০, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী রেজমিন সেতু। বাবা-মায়ের উৎসাহে ছোটবেলা থেকেই বিনোদন অঙ্গনে নাম লেখান তিনি। শোবিজে যাত্রা শুরু করেন নৃত্যশিল্পী হিসেবে। ২০১২ সালে মফস্বল থেকে ঢাকায় এসে যুক্ত হয়েছিলেন টোকাই নাট্যদলে। এরপর এই নাট্যদলের হয়ে বেশ কিছু মঞ্চ নাটকে কাজ করেন তিনি। সেখানে কাজ করা অবস্থায় প্রথম নাটকের অভিনয় করার প্রস্তাব পান। এভাবেই তার শুরুটা। বর্তমানে একের পর এক নাটক-টেলিছবিতে অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী।

সেতুর শুরুটা ছোট চরিত্র দিয়ে হলেও এখন তাকে ঘিরেই নির্মিত হয় নাটক। পাওয়া যায় কেন্দ্রীয় চরিত্রে। তারকাবহুল দীপ্ত টিভির চলতি ধারাবাহিক ‘জবা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন রেজমিন সেতু। আশিস রায় পরিচালিত এ ধারাবাহিকে প্রায় ৭০০ জন শিল্পীর মধ্য থেকে ‘জবা’র জন্য সেতুকে নির্বাচিত করা হয়েছে বলে জানান তিনি। এরই মধ্যে ধারাবাহিকটির ২৬১ পর্ব প্রচার হয়েছে। দর্শকমহলেও বেশ সাড়া ফেলছে। ধারাবাহিকটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেতু পেলেন কাজের স্বীকৃতি। গত দুই বছর ধরে শিল্পী ও নির্মাতাদের কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করে আসছে দীপ্ত টেলিভিশন। সেই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে ধারাবাহিক নাটক বিভাগে ‘জবা’র জন্য সেরা নারী অভিনয়শিল্পীর পদক পেয়েছেন সেতু। সম্প্রতি ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।

এমন সাফল্যে উচ্ছ্বসিত কণ্ঠে অনুভূতি জানিয়ে সেতু গণমাধ্যমকে বলেন, ভীষণ ভালো লাগছে অল্প সময়ে ধারাবাহিকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ অর্জন আমার একার না পুরো টিমের। পুরস্কারটি জবা টিমকে উৎসর্গ করছি। বিশেষ করে দর্শকেরা যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। তবে পুরস্কারটি আমি না পেয়ে পরিচালক পেলে আরও বেশি খুশি হতাম। কারণ, তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। এমন একটি পুরস্কার তার পাওয়া উচিত। আমার এই অর্জন মায়ের জন্যই। পুরস্কার আরও দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। আগামীতে আরও ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা অবহ্যাত থাকবে। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সবার মতো সেতুও বড় পর্দায় কাজ করতে চান। নিজেকে মেলে ধরতে চান চলচ্চিত্রে। ভালো গল্প ও চরিত্রে পেলে আগামীতে চলচ্চিত্রে কাজ করতে চান তিনি।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত