বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাকেরগঞ্জে সাইদুল ইসলামের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের পায়তারা; কোটে মামলা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৩, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ : বাকেরগঞ্জ থানার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়ন ৭নং ওয়ার্ড (ডহরকোলা) গ্রামের মৃত. আশরাফ আলী হাওলাদারের ছেলে লায়ন মোঃ সাইদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান এর পৈত্রিক সম্পত্তি জবরদখল করে ঘর নির্মাণের পায়তারা করছেন তার মামাতো ভাই মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন সহ আরও ৭-৮ জন। উক্ত বিষয় বরিশাল কোটে একটি মামলা করা হয়েছে।

লায়ন মোঃ সাইদুল ইসলাম ব্যবসায়িক কারণে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন এবং পারিবারিক ভাবে মামাতো ভাই-বোনের জমি ভাগ বন্ডন করে বুঁজিয়ে দিয়েদেন। লায়ন মোঃ সাইদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান এবং তার পরিবারের কেউ বাড়িতে বসবাস না করায় মামাতো ভাই মোঃ জহিরুল ইসলাম আরো জমি পাবেন বলে দাবি করেন এবং লায়ন মোঃ সাইদুল ইসলামেকে অকত্ব বাসায় গালাগালি করেন এবং হুমকি ধামকী দেন।

গত (১১ নভেম্বর, ২০২৩ ইং ) রোজ শনিবার বিকাল আনুমানিক ৩.৪০ মিঃ সময় লায়ন মোঃ সাইদুল ইসলাম এর পৈত্রিক সম্পত্তি জেলাঃ বরিশাল, থানা বাকেরগঞ্জ জে, এল ১২ নং খাস মহেশপুর মৌজার এস,এ ৯৭ নং খতিয়ানের দাগ নং ৫৫৪, ৬০৯, ৭৪৫ (১_৪৬) শতাংশ জমিতে ঘর নির্মাণ ও জমি জবরদখল করার পায়তারা করেন মামাতো ভাই মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন সহ ৭-৮ জন। বিষয়টি লায়ন মোঃ সাইদুল ইসলাম জানাতে পারলে তিনি স্থানীয় লোকজন নিয়া বাধা প্রধান করেন। মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন জমি দখলে ব্যর্থ হয়ে লায়ন মোঃ সাইদুল ইসলাম কে মেরে ফেলার হুমকি দেয়।

এবিষয়ে স্থানীয় লোকজন বসে সমাধান করতে চাইলে মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন ও তার দলবল কোন ভাবেই বসতে নাখজ হইয়া, হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় গত ২০/১১/২০২৩ইং রোজা সোমবার সকাল আনুমানিক ০৯.০০ মিঃ সময় মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন সহ তাদের দলবল ও ভাড়াটিয়া মাস্তান সহ দেশীয় অস্ত্র রামদা, দাও, লোহার রড়, লাঠি সোটা সহ ঘর উত্তোলনের সরঞ্জামাদি নিয়া আবারও উক্ত জমিতে অনুপ্রবেশ করে ঘর উত্তোলনের চেষ্টা করেন। এবং লায়ন মোঃ সাইদুল ইসলাম স্থানীয় লোকজন নিয়া বাধা প্রধান করেন। লায়ন মোঃ সাইদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান ঘড় উত্তোলনে বাধা দিলে তাদের বিভিন্ন বাবে হুমকি দেন মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাহবুব হোসেন বাহিনী।

উক্ত বিষয় স্থানীয় সাংসদ কর্কীরা খবর পেয়ে ঘটনাস্থানে যান এবং এর সত্যতাও পাওয়া যায়। এবং স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে তারাও বলেন এই জমি লায়ন মোঃ সাইদুল ইসলামে পৈত্রিক সম্পত্তি এখানে তার মামাতো ভাইরা কোন জমি পাবেনা তারা জবরদখল করছেন। উক্ত ঘটনার বিষয় স্থানীয় জনপ্রতিনিধি গণ অবগত আছেন।

উক্ত বিষয়ে লায়ন মোঃ সাইদুল ইসলামের ভাই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে বরিশাল কোটে একটি মামলা দায়ের করেন যাহার নাম্বার ৪০৮/২০২৩।
আসামীঃ-১) মোঃ মাহবুবুর রহমান (৫৫), ২) মোঃ জহিরুল ইসলাম (৫০) উভয় পিতাঃ মৃত হাজী আনিছুর রহমান, ৩) মোঃ জিয়াউল হাসান (৪৮), পিতাঃ হাজী ফকরদ্দিন হাওলাদার, ৪) মোঃ হাফেজ আবুল কালাম আজাদ (৫২), পিতাঃ মৃত আমজেদ আলী হাওলাদার। উভয় সাং খাস মহেশপুর (ডহরকোলা), পোঃ চামটা, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল। মামলাটি মোকাম বরিশাল ফৌজদারী বিজ্ঞ আদালত আমলে নিয়ে এবং আগামী ১৭/০১/২০২৪ইং শুনানির তারিখ নির্ধারিত করেন।

লায়ন মোঃ সাইদুল ইসলাম এর দাবী বেজাহানী ও জুলুম বাজ জহিরুল ও মাহবুব বাহিনীর হাত থেকে জেন সকলে রক্ষা পায় এ বিষয় প্রশাসনের সদয় দৃষ্টি কামনা রইল।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে দারুসসালাম থানা আওয়ামিলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আলাল

নলছিটিতে সকলের শ্রদ্ধা ও অশ্রুতে সাংবা‌দিক বজলুল ক‌রিম ছা‌ব্বি‌রের দাফন সম্পন্ন

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

রাখে আল্লাহ মারে কে, বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরলেন আব্দুল কুদ্দুস

নালিতাবাড়ী হানাদার মুক্ত দিবস পালন

উত্তাল সাগর; আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

রাবিতে মাদক সেবনে নিষেধ করায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

বাগেরহাটে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও র‍্যাালী