শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গোবিন্দগঞ্জে তক্ষক উদ্ধর ৭ জন আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৯, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারকালে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে পুলিশ।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে তক্ষকটি উদ্ধার করা হয়।

এসময় চালক কৌশলে পালিয়ে গেলেও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। সেই সাথে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্য সাভারে কর্মরত ও ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের আব্দুল বারেকের ছেলে জয়েন উদ্দীন (২৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক রতন (৪২), মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনায়েত শেখ (৩০), ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাইদুল ইসলাম (৩৬), ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০), রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জসিম উদ্দীন (৪০) এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর (উত্তরপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে সারোয়ার (২৩)।

গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা জানান, উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ৮ ইঞ্চি লম্বা। ৫০ গ্রাম ওজনের তক্ষকটির আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পাচারকারীরা শপিং ব্যাগে করে হাইস মাইক্রোবাসের সিটের নিচে লুকিয়ে রেখে পাচার করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে তক্ষকটিকে গোবিন্দগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ - খুলনা