শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১৬, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে শুক্রবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন।

নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এবং সিটি করপোরেশনের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রউফ নয়ন, আবু হানিফ প্রমূখ। এছাড়া এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান বিল্লাল।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এবং সিটি করপোরেশনের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তবে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের যা দিয়েছেন তার অবদান আমরা দিতে পারবনা তবে আপনাদের সম্মান ও স্বরণ রাখা আমাদের দ্বায়িত্ব। আপনাদের সম্মান যাতে গাজীপুর সিটি করপোরেশন আজীবন করেন সেই দাবি আমার মা মেয়র জায়েদা খাতুন ও সিটি করপোরেশনের কর্তৃপক্ষকে দাবি জানাই।

এ সময় তিনি আরো বলেন, আমি এখানে যে কথা বলছি তা লাইভে দেখানো হচ্ছে। এসব কথা তারা দেখছেন। একটি কথা যদি মিথ্যা বলি তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে। তিনি মুক্তিযোদ্ধাদের সিটি কর মওকুফেরও দাবি জানান। তিনি আরো বলেন, মেয়রের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডে একটি করে কবরস্থান করা হবে। এ কবরস্থানে মুক্তিযোদ্ধাদের একটি নির্ধারিত স্থান রাখার কথাও বলেন। মুক্তিযোদ্ধাদের প্রজন্মকেও সিটি করপোরেশনে পর্যয়ক্রমে চাকুরির ব্যবস্থাও করার কথা বলেন।

মুক্তিযোদ্ধারা এরপর আর দেশ চালানোর দায়িত্ব দিলেও পারবে না বয়সের ভারে। তাই আমাদের গাজীপুর-৫ আসনে মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকসুর ভিপি আখতার উজ্জামান, গাজীপুর-২ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন এবং গাজীপুর-১ আসনে বীর মুক্তিযোদ্ধা ছামান এর ছেলে কালিয়াকৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আসুন আমরা শেষ সময়ে তাদের একবার সংসদে পাঠানোর চেষ্টা করি। কারণ যারা গত ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে আপনাদের খোঁজ খবর নেয়নি এবার তাদের পাশে দাড়াই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সম্মান দিয়ে তিনি ভাতা বাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী এবার সুযোগ দিয়েছেন ত্যাগী নেতা ও মুক্তিযোদ্ধারা যাতে রাস্ট্রীয় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করতে পারেন।

গাজীপুর-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্ধিন বলেন, আমি গাজীপুরে আওয়ামী লীগের দুঃসময়ে রাজপথে ছিলাম, এখনও আছি ভবিষতেও থাকব। আমি কখনো ক্ষমতার লোভ করি নাই আপনারা জানেন। এখন আমরা তাদের ক্ষমতায় পাঠিয়ে বিগত দিনগুলো অবহেলিত হয়েছি। তাই মুক্তিযোদ্ধাদের পাশে নিয়ে গাজীপুরের পরিবর্তন ও উন্নয়ন করার লক্ষ্যে এগিয়ে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনাদের দোয়া ও সমর্থন চাই।
বিশেষ অতিথি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

সর্বশেষ - খুলনা