সোমবার , ৬ মে ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করায় কাঠালিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি বহিস্কার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৬, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> মো. সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে বহিস্কার করেছে উপজেলা বিএনপি। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার/প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় তাকে বহিস্কার করা হয়। বহিস্কারের পর সোমবার (০৬ মে) অপর এক চিঠিতে ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

সূত্রে জানাযায়, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার/প্রচারণা ও কর্মী সমর্থকের সমাবেশে বক্তব্য প্রদান করায় ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে তার পদ সহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। গত রোববার (০৫ মে) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরের স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। পরে সোমবার (০৬ মে) অপর এক পত্রে ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছেন। কিন্তু দলীয় সিদ্বান্ত উপেক্ষা করায় সদর ইউনিয়নের সভাপতি মো. নুরুজ্জামান বাদলকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে ৪নং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আমিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত