শুক্রবার , ৯ জুন ২০২৩ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

১৭ দফা ইশতেহার দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীকে দুর্নীতি, দুঃশাসন, মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত এবং নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে ১৭ দফা ইশতেহার দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বরিশাল সিটির মেয়র নির্বাচিত হলে নিজে খাদেম হয়ে নগরীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ১৭ দফা ইশতেহারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করার কথাও জানিয়েছেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বান্দরোডের এক‌টি রেস্তোরাঁয় এ ইশতেহার ঘোষণা করেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও পরবর্তী বহু ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বরিশাল শহর। কীর্তনখোলা নদীর তীরে মোঘল আমলে এ শহর গড়ে ওঠে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় ২০০২ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়া বরিশাল নগরী আজও অবহেলিত।

বরিশাল নগরী বর্তমানে যেন আবর্জনা ভরা, যানজট, মশক ও জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছে জানিয়ে মুফতি ফয়জুল বলেন, হাসপাতালগুলোতে এখনো উন্নত চিকিৎসা অনুপস্থিত। সন্তানদের জন্য নেই সুষ্ঠু শিক্ষা ও সুন্দর বিনোদনের ব্যবস্থা।

তিনি বলেন, প্রতিনিয়ত বেড়েই চলছে ইভটিজিং ও চাঁদাবাজির উৎপাত। নগরীর অধিকাংশ শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ভাঙাচোরা সড়ক, নালার অপ্রতুলতা, জলাবদ্ধতা, সুপেয় পানির অভাব, ডাস্টবিনের সঙ্কট, ল্যাম্পপোস্টের অধিকাংশ লাইট নষ্ট থাকার কারণে নগর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

কুরআনের সূরা রা’দ-এর ১১ নং আয়াতের বরাতে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে।

মুফতি ফয়জুল বলেন, মনে রাখবেন ভোট একটি পবিত্র আমানত। এটাকে যথেচ্ছা প্রয়োগ করা আমানতের খেয়ানত।

সর্বশেষ - খুলনা