সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আজ রামমন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২২, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : ভারতের হিন্দু অধ্যুষিত উত্তর প্রদেশের শহর অযোধ্যায় আজ সোমবার উদ্বোধন হচ্ছে প্রায় ২ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত রামমন্দির। মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অযোধ্যায় এখন সাজসাজ রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের উদ্বোধন করবেন। তার হাত দিয়ে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে।

দেশের নানা প্রান্ত থেকে অন্তত ৮ হাজার মানুষ উদ্বোধনের সময়ে অযোধ্যায় উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে অযোধ্যায় পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদি। রামমন্দির উদ্বোধনের পর মোদি অযোধ্যায় একটি জনসভাও করবেন। সকাল ১০টা ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন ১০টা ৪৫ মিনিট নাগাদ। ১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী মোদি। স্থানীয় সময় দুপুর ১২টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি রামমন্দিরের ভেতরেই থাকবেন।

রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র আচার অনুষ্ঠান শুরু হবে ১২টা ৫ মিনিটে। টানা ৫০ মিনিট ধরে অনুষ্ঠান চলবে। ১২টা ৫৫ মিনিটে সব আচার অনুষ্ঠান সেরে উদ্বোধনস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি। রামমন্দিরের কাছেই প্রধানমন্ত্রীর জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর ১টার মধ্যে তিনি সেখানে পৌঁছে যাবেন। ২টা পর্যন্ত চলবে সভা। জনগণের উদ্দেশে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এরপর অযোধ্যার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান কুবের টিলায় যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগেই সরকারের তরফে অর্ধদিবসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর ছুটি ঘোষণার ক্ষেত্রে একই পথে হেঁটেছে বিজেপিশাসিত অধিকাংশ রাজ্য। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকা বেশ কিছু শরিক দল যেসব রাজ্যে ক্ষমতায়, সেসব রাজ্যের অনেকগুলোতেই ছুটি ঘোষণা করা হয়নি। মূলত উত্তর-পূর্বের রাজ্যগুলোতে এই প্রবণতা দেখা গেছে। অন্যদিকে, বিরোধীশাসিত তিনটি রাজ্যও রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিন ছুটি ঘোষণা করেছে। কোথাও অর্ধদিবস তো কোথাও পুরো দিন ছুটির ঘোষণা করা হয়েছে। —বিবিসি ও আজকাল পত্রিকা

সর্বশেষ - খুলনা