বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে অমর একুশের বই বই মেলা-২০২৪ শুভ উদ্বোধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৬, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

এম এফ ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি : গাজীপুরের জেলার অন্যতম শিল্প এলাকা কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এ বছরও দুইদিন ব্যাপী অমর একুশের বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বই মেলায় ‘বই পড়া ও বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সকালে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসলিম, সমবায় কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির, উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. জাহিদুর রহমানসহ স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে পাঠকদের মাঝ থেকে বক্তব্য রাখেন আজিজুর রহমান, সাইফুল ইসলাম সহ বই মেলায় আগত অন্যান্য অতিথিবৃন্দ।

এবারের অমর একুশে বইমেলা ১৯টি স্টল নিয়ে আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সকলকে বই পড়ায় উদ্বুদ্ধকরণের জন্য অনুরোধ করেন এবং সবাইকে মেলায় এসে বই পড়ে এবং ক্রয় করে বইয়ের ঘ্রাণ নিয়ে ছাত্র ও যুব সমাজকে বই পড়ায় আগ্রহী করে বই মেলাকে সফল করার আহবান জানান।

সর্বশেষ - খুলনা