রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নাম নিয়ে আপত্তি, আটকে আছে ‘মধ্যবিত্ত’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ২৪, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনাচার ও প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মাতা তানভীর হাসান নির্মাণ করেছেন সিনেমা ‘মধ্যবিত্ত’। সম্প্রতি সিনেমাটি সেন্সরে মুক্তির অনুমতি চেয়ে জমা পড়েছে। কিন্তু বোর্ডের আপত্তির কারণে আটকে আছে সিনেমাটির মুক্তি। সিনেমার নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি। নাম পরিবর্তন করতে বলা হচ্ছে।
গত ১৩ ফেব্রুয়ারি তানভীর হাসানকে একটি নোটিশ দেয় সেন্সর বোর্ড। উপ-পরিচালক মো. মঈনউদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশে সাতটি বিষয় উল্লেখ করে সংশোধন করতে বলা হয়। সেখানে প্রথম শর্তেই নাম পরিবর্তন করতে বলা হয়েছে।
এ ছাড়া আরো বলা হয়েছে, সিনেমায় ‘মধ্যবিত্ত’ শব্দটির অতিরিক্ত ব্যবহার কমাতে হবে। গ্রামীণ শালিসে জুতার মালা গলায় দিয়ে ঘোরানোর দৃশ্য এবং পতাকা খোঁড়ার দৃশ্য বাদ দিতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে অপ্রাসঙ্গিক সংলাপ কর্তন করতে হবে। কনডমের ব্যবহার সিম্বলিক দেখাতে হবে, ধূমপান ও মদ্যপানের দৃশ্য যথাযথভাবে প্রদর্শন করতে হবে।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাম বাদে সবগুলো পরিবর্তন করেছি। নাম পরিবর্তন করলে তো সিনেমাটাই শেষ হয়ে যাবে। নামের উপর ভিত্তি করেই তো এর গল্প, নির্মাণ। এখন যদি নামটাই না থাকে, তাহলে পুরো সিনেমাটাই আবেদন হারাবে।
এরপর নোটিশ অনুযায়ী কর্তন ও সংযোজন করে ৪ মার্চ পুনরায় আবেদন করেন তানভীর। সেখানে নাম বহাল রাখার আবেদন জানিয়েছেন তিনি।
তানভীর বলেন, চলচ্চিত্র নির্মাণের আগেই কপিরাইট বোর্ড থেকে নামটি রেজিষ্ট্রি করে নেওয়া হয়েছে। সেজন্য সিনেমার পাণ্ডুলিপি এবং ফি জমা দিতে হয়েছে। কপিরাইট বোর্ড নামটি পরিবর্তন করতে বলেনি।
তিনি আরো বলেন, সরকারের একটি প্রতিষ্ঠানের দেওয়া অনুমতি আরেকটি প্রতিষ্ঠান উল্টিয়ে দেওয়ার আলাদা কোনো আইন আছে কিনা সেটাও একটা প্রশ্ন। থাকলে সেটা কি- সেটাও খতিয়ে দেখা সংশ্লিষ্টদের প্রয়োজন।
‘মধ্যবিত্ত’ সিনেমায় অভিনয় করেছেন নবাগত শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন প্রমুখ। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

সর্বশেষ - খুলনা