মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপজেলা নির্বাচনে গাজিপুরের কালীগঞ্জে ৩ পদে ১২ জন প্রাথীর মনোনয়ন পত্র জমা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ১৬, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি, এম, এফ, ইসলাম : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে গাজিপুরের কালীগঞ্জ উপজেলার তিনটি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদের চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচনের রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান এ তথ্য জানান।

রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান সংবাদ মাধ্যমকে জানান, এবার কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিন করেছেন ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিন করেছেন।

চেয়ারম্যানে পদের প্রার্থীরা হলেন, আশরাফী মেহেদী হাসান, মো. হাবিবুর রহমান এবং মোহাম্মদ আমজাদ হোসেন।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোজাম্মেল হক, মুহাম্মদ মাহমুদুল হাসান, এম এ সাদ্দাম হোসেন, আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা এবং মোঃ ফারুক ভূঁঞা।উল্লেখ্য যে,বিভিন্ন মাধ্যমে জানা যায় জনাব মাহমুদুল হাসান ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জুয়েনা আহমেদ, শর্মিলী দাস এবং শর্মিলা রুথ রোজারিও।

কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা এবং ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভার এবং ৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৮৩৬, মহিলা ভোটার ১ লাখ ২০ হাজার ২৪ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট ৯০টি ভোট কেন্দ্রের ৪৯৯টি কক্ষে ভোট গ্রহণ হবে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। ভোট হবে আগামী ৮ মে ২০২৪।

এখন জনগনের পালা দেখা যাক, উপজেলার সর্বোচ্চ পদে তারা কাদেরকে মুল্যবান এই আসন গুলোতে বসার সুযোগ দান করেন।

সর্বশেষ - খুলনা